বিশ্বের সবচেয়ে ধনী ১০ ক্রিকেটার কারা
ক্রিকেট শুধু খেলা নয়, শতকোটি ডলারের বাণিজ্যিক জগৎও। আর এ দুনিয়ার যাঁরা প্রধান চরিত্র, সেই ক্রিকেটারদের আয়ও কম নয়। মাঠের ক্রিকেটে সফল ও দীর্ঘ ক্যারিয়ার অনেককে খেলোয়াড় হিসেবে যেমন উঁচুতে তুলেছে, তেমনি মাঠের বাইরের ব্র্যান্ড ভ্যালু আর ব্যবসায়িক বুদ্ধিমত্তাও তাঁদের নিয়ে গেছে সম্পদের চূড়ায়। বাইশ গজের পিচ থেকে শতকোটি টাকা সম্পদের সীমানায় পৌঁছে যাওয়া এমন…