ফকিরহাটে মহাসড়কের পাশে থেকে নবজাতক শিশুকন্যার মরদেহ উদ্ধার


ফকিরহাটে মহাসড়কের পাশে থেকে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় এক নবজাতক শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খুলনা-মাওয়া মহাসড়কের উপজেলার পিলজংগ এলাকায় মহাসড়কের পাশে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (২৯ আগষ্ট) সকাল সাড়ে ৯টা দিকে পিলজংগ এলাকার স্থানীয় লোকজন মহাসড়কের পাশে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় নবজাতক ওই শিশুকন্যার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করেন। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, নবজাতক ওই শিশুকন্যার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো প্রক্রিয়া চলছে। ঘটনাস্থল থেকে কিছু কাপড়-চোপড় উদ্ধার করা হয়েছে। মরদেহটি কখন কে বা কাহারা ওখালে ফেলে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। #
ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১লাখ ৫৪হাজার টাকা জরিমানা
বাগেরহাট জেলা প্রতিনিধি :
ফকিরহাট উপজেলার ফলতিতা ও কলকলিয়া এলাকায় পৃথক দুটি স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় পৃথক পৃথক মামলায় ১লাখ ৫৪হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার কলকলিয়া ব্রীজ এলাকা থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে দেড়লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী এই অর্থদণ্ড প্রদান করেন।
অপরদিকে ফলতিতা মাছের আড়তে দুইটি ডিপো লাইসেন্স বিহীন ভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা ও ওজন এ কারসাজি করার অভিযোগে পৃথক দুটি মামলায় ৪হাজার টাকা জরিমানা করেন। মৎস্য ও মৎস্যজাত পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন-২০২০ এর আওতায় এই অর্থদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার অভিযানকালে এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আছাদুল্লাহ সহ ফকিরহাট মডেল থানার পুলিশের একটি চৌকশ দল উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী বলেন, ফকিরহাট ইউএনও স্যারের তড়িৎ নিদের্শনায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। এছাড়া মৎস্য ডিপোতে লাইসেন্স বিহীন, অস্বাস্থ্যকর পরিবেশ ও ওজনে কারসাজির প্রমাণ পেলে সেখানে অভিযান পরিচালনা করা হবে।