রাজধানীর রায়েরবাজার দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত


রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ১ নম্বর গেইটের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ফজলে রাব্বী সুমন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৬ জুলাই) দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দুপুর তিনটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সুমন ভোলার বড়নদী থানার পোখিয়া গ্রামের বাসিন্দা বশির উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং একটি হার্ডবোর্ডের দোকানে কাজ করতেন।
সুমনের বাবা বশির উদ্দিন জানান, শনিবার সকালে আমার ছেলে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল। হঠাৎ খবর পাই, কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নেওয়ার পর ডাক্তার জানান, সে আর নেই।
তিনি আরও বলেন, সুমনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এখন আমার নাতি-নাতনির কি হইব? বলে কান্নায় ভেঙে পড়েন বাবা।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত যুবকের লাশ ঢামেক জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে