মৌলভীবাজারে নাহিদ


বিভিন্ন শক্তি সংস্কার ও নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়াচ্ছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অভ্যুত্থানের পরেও বাংলাদেশকে পুরোনো পদ্ধতিতে চালানোর চেষ্টা অব্যাহত আছে। সেটা তরুণরা করতে দেবেনা। অন্তর্বর্তী সরকার আশাহত করেছে তরুণদের। নির্বাচনকে সামনে রেখে সব একাকার করা হচ্ছে। যা কখনো কাম্য নয়। সংস্কার ও নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়াচ্ছে বিভিন্ন শক্তি। কিন্তু সংস্কার আর মানুষের সকল অধিকার নিশ্চিত না করে নির্বাচন নিয়ে পড়ে থাকলে হবে না। শনিবার দুপুরে মৌলভীবাজার শহরের বেরিরপাড় পয়েন্টে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রা অনুষ্ঠানে তিনি এসব বলেন।
এ সময় তিনি বিচার, সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনে জুলাই সনদ ও ঘোষণাপত্র নিশ্চিতে আগামী ৩ আগস্ট ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানান। নাহিদ বলেন, আমরা নির্বাচন চাই। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করা শক্তি। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য লড়াই করা শক্তি। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে যাবে। এই নির্বাচনকে জনগণ গ্রহণ করবে না। গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন ফ্যাসিস্ট প্রধান শেখ হাসিনা। আমরা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। এখন গণতান্ত্রিকভাবে, নিয়মতান্ত্রিকভাবে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করতে চাই।
তিনি বলেন, পুলিশ হত্যার দায় ২৪ এর যোদ্ধাদের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা চলছে। কিন্তু এটা করেছে ফ্যাসিস্ট সরকারের গুন্ডা বাহিনী। মুজিববাদ এখনও নানাভাবে, ছলে-বলে মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে। এই দেশে মুজিববাদের জায়গা হবে না। মুজিববাদকে এই দেশে দাঁড়াতে দেয়া হবে না। এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অনিক রায়ের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন- দলটির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী প্রমুখ। উপস্থিত ছিলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব প্রমুখ।