বাংলাদেশের বিপক্ষে দাপুটে জয়ে, হোয়াইটওয়াশ এড়ালো পাকিস্তান


বাংলাদেশের কাছে টানা দুই ম্যাচ হেরে ভীষণ চাপে ছিল পাকিস্তান। চারিদিক থেকে ছুটে আসছিল সমালোচনার বাণ। ছিল হোয়াইটওয়াশের শঙ্কাও। তবে সেই শঙ্কা সত্যি হতে দিলো না সালমান আগারা। ঘুরে দাঁড়িয়ে বাঁচিয়েছে মান। সিরিজ যদিও হাতছাড়া হয়েছে, তবে শেষ টি-টোয়েন্টিতে দাপুটে জয় তুলে নিয়েছে সফরকারীরা। ৭৪ রানের বড় জয় নিয়েই দেশে ফিরছে তারা। বিপরীতে ধবলধোলাইয়ের অপেক্ষা বাড়লো বাংলাদেশের।