কৌশলে কথার ফুলঝুরি দিয়ে নির্বাচন বিলম্বের উদ্দেশ্য কী? : রিজভী



আমরা তো জানি আপনাদের ঐতিহ্যের কথা। শেখ হাসিনার পিছে, একজন স্বৈরাচারের অধীনে নির্বাচনে যেতে আপনারা কার্পণ্য করেননি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। কেউ কেউ বলছে, নির্বাচনের পরিবেশ নেই। কেন বলছেন? আপনারা কী এতই পরিবেশবাদী। পৃথিবীর যুগ যুগ ধরে রাজনৈতিক সংগ্রাম, আন্দোলনের মধ্যে মধ্য দিয়ে মানুষের অধিকার এগিয়েছে। তাই রাজনৈতিক সংগ্রাম ত্বরান্বিত করতে হলে নির্বাচিত সংসদ লাগবে। নির্বাচিত জনপ্রতিনিধি লাগবে। তারা জনগণের কাছে জবাবদিহিতা করবেন। কৌশলে নানান কথার ফুলঝুরি দিয়ে নির্বাচনকে আপনারা বিলম্ব করাবেন, সমালোচনা করবেন। কেন এর উদ্দেশ্য কী?
শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে এক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।
রিজভী বলেন, আমরা তো জানি আপনাদের ঐতিহ্যের কথা। শেখ হাসিনার পিছে, একজন স্বৈরাচারের অধীনে নির্বাচনে যেতে আপনারা কার্পণ্য করেননি। সেই নির্বাচনে আপনারা গেছেন। আজ আপনারা বলছেন, নির্বাচনের পরিবেশ নেই। আপনার এত পরিবেশবাদী হয়ে গেলে বিশ্ব পরিবেশের যে অবনায়ন দেখছি, আপনারা সেটার উপর কাজ করুন। রাজনৈতিক পরিবেশ হচ্ছে অবাদ-সুষ্ঠু নির্বাচন।
তিনি বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার, জনগণের ন্যায্য অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচিত পার্লামেন্ট দরকার। এর জন্য দরকার রাজনৈতিক অধিকার। এটাই হচ্ছে রাজনৈতিক সুষ্ঠু পরিবেশ। সেই কারণে আমরা বলেছি, অতি যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে অবাদ-সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।
এতে আরো বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয় বর্ষপূতি পালন কমিটির সদস্য সচিব ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক প্রমুখ।