সড়কের পাশে মিলল অজ্ঞাত দুই নারীর লাশ


পাবনার ভাঙ্গুড়ায় সড়কের ওপর থেকে অজ্ঞাত পরিচয় দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একজনের বয়স আনুমানিক ৬৫ বছর এবং অপরজনের বয়স ৫০ বছর।
আজ সোমবার (১৮ আগস্ট) সকাল ৯টার দিকে পৌরসভার চৌবাড়িয়া উত্তরপাড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ওই দুই নারীর মাথা ফেটে মগজ বের হয়ে গেছে।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, রাতের বেলায় কোনো এক সময় লরিচাপায় তাদের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে চৌবাড়িয়া উত্তরপাড়া এলাকায় পাকা সড়কের ওপর অজ্ঞাত পরিচয় দুই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় মুসল্লিরা। পরে বিষয়টি থানা-পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এর আগে, রোববার রাতে পৌরসভার বড়ালব্রিজ স্টেশন এলাকায় ওই দুই নারীকে ঘোরাঘুরি করতে দেখা গেছে।
ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই দুই নারীকে দেখে মনে হচ্ছে তারা ছিন্নমূল মানুষ। ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। তাদের কাছ থেকে ভিক্ষার থলে ও খুচরা সামান্য টাকা উদ্ধার করা হয়েছে