ছুরিকাঘাতে জুয়েল (২৫) নাম এক যুবকের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, উড়াল সেতুর নিচে ঘুমানো নিয়ে বাগবিতণ্ডার জেরে জুয়েলকে হত্যা করা হয়। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করেছে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিও।
শুক্রবার (৮ আগস্ট) রাত ৩টার দিকে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন, রাকিব (২৫) ও রবিন (২৭)।
শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, শুক্রবার রাতে মাওনা উড়াল সেতুর নিচে গল্প ছড়ার চা ঘর নামক অস্থায়ী চায়ের দোকানের পাশে ঘুমাতে যায় কয়কেজন যুবক। চটের বিছানায় ঘুমানো নিয়ে জুয়েলের সঙ্গে রাকিব ও রবিনের বাগবিতন্ডা হয়। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তিও হয়। ধস্তাধস্তির একপর্যায়ে রাকিবের কাছে থাকা ছুরি জুয়েলের বুকে বিদ্ধ হয়। পাশাপাশি রবিনের হাত কেটে যায়।
পরে স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেয়। সেখানে তার স্বাস্থ্যের অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জুয়েলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক যাচাই-বাছাই করে জুয়েলকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মাওনা চৌরাস্তায় টহলরত পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে গ্রেফতার করে।
ওসি বলেন, নিহত ও গ্রেফতারকৃতরা সবাই ভাসমান। তারা মাওনা চৌরাস্তা কেন্দ্রীক বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম
All rights reserved ©2025 freedomjanata24.news