এক সময় শাকিব খানকে নিয়ে মজা করতেন অভিনেতা আরশ খান। অথচ এখন লাইনে দাঁড়িয়ে শাকিবের সিনেমা দেখার জন্যই টিকিট কাটেন এই অভিনেতা। শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমাটি এক নতুন জন্ম দিয়েছে। এরপর শাকিবকে নিয়ে একের পর এক উন্মাদনা তৈরি করছেন নির্মাতারা। কিন্তু এখন শাকিব যে ঈর্ষার, দেশীয় শোবিজ ইন্ডাস্ট্রির আইকন সে কথা বলার অপেক্ষা রাখে না। শাকিবের এই পরিবর্তনকে সম্প্রতি উপলব্ধি করতে পেরেছেন ছোট পর্দার প্রিয়মুখ আরশ খান। তিনি নিজের ফেসবুকে লিখেছেন, উপহাসে আমার এখন আর খারাপ লাগেনা, কষ্ট হয়না। শাকিব খান নামটা শুনলে এক সময় মজা করা আমি আজ লাইনে দাড়িয়ে তার সিনেমার টিকিট কাটি। মনে রাখবেন, আজ যারা আপনার উপর হাসে তারাই আপনার ভবিষ্যৎ ফ্যান। আরশ নিজের উপলব্ধির প্রকাশ এভাবেই করেছেন, কেননা তিনি নিজেও এখন কম উপহাসের মধ্য দিয়ে যাচ্ছেন না। তাই এসব একেবারে গায়েই মাখতে চাইছেন না এই অভিনেতা। উল্লেখ্য, আরশেরর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ এসেছিলো। মিজান ও আশরাফুল নামের দুই তরুণ অভিযোগ করেছিলো যে, সহকারীকে মারধর, গালিগালাজ ও পারিশ্রমিক দেন না আরশ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম
All rights reserved ©2025 freedomjanata24.news