প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন পিলখানায় বিডিআর বিদ্রোহের পর চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।
চাকরিতে পুনর্বহালসহ কয়েক দফা দাবিতে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে যমুনা ঘেরাওয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান নেন তারা।
এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এর আগে রাজধানীর শাহবাগ থেকে পদযাত্রা নিয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ও কার্যালয় যমুনার দিকে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়ে।
বিক্ষোভরত চাকরিচ্যুত এক বিডিআর সদস্য বলেন, ‘আমাদের চাকরি ফেরত দেয়া হোক। যেসব নির্দোষ বিডিআর সদস্য জেলে আছেন, তাদের মুক্তি দেয়া হোক।’
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম
All rights reserved ©2025 freedomjanata24.news