কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর মতিঝিল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার ঘটনায় যুবলীগের একজন সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
সোমবার বিকেলে মতিঝিল এলাকা থেকে যুবলীগের সাবেক এই নেতাকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম শহীদুল্লাহ চৌধুরী শাহীন (৫৭)। তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সহসম্পাদক।
সিটিটিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহীদুল্লাহ চৌধুরী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত দুটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাঁকে মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম
All rights reserved ©2025 freedomjanata24.news