আগামী জাতীয় নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ঠেকাতে কানাডার সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি’র সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। সাক্ষাৎকালে সিইসি এ বিষয়ে সহযোগিতা চান। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান সিইসি।
এম এম নাসির উদ্দিন বলেন, ‘‘গত তিনটি নির্বাচনকে বিশ্বাসযোগ্য বলে যেসব বিদেশি পর্যবেক্ষক ‘সার্টিফিকেট’ দিয়েছিল, তাদের আগামী নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন দেয়া হবে না।’
বৈঠকের আলোচনা প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন, ‘কানাডা চায়, এখানে যেন একটি অবাধ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন হয়। তারা নারী ভোটারের অন্তর্ভুক্তি ও পার্বত্য এলাকায় ভোটার সচেতনতা কার্যক্রম সম্পর্কে জানতে চেয়েছে।’
আগামী নির্বাচনে এআইয়ের অপব্যবহারকে বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এআইয়ের অপব্যবহার রোধে কী করা যায়, সে বিষয়ে তিনি কানাডার সহায়তা চেয়েছেন। কারণ, সম্প্রতি কানাডায় নির্বাচন হয়েছে। তাদের এই বিষয়টি মোকাবিলা করতে হয়েছে।’
নির্বাচনে এআইয়ের অপব্যবহার ঠেকানোর বিষয়ে কানাডার অভিজ্ঞতা আছে, এজন্য তাদের সহযোগিতা চাওয়া হয়েছে বলে উল্লেখ করেন সিইসি।
আগামী নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক কেমন আসতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘আশা করছি অনেক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবেন।’
এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমরা ইউরোপীয় ইউনিয়নকে এরইমধ্যে অনুরোধ করেছি পর্যবেক্ষক হিসেবে আসার জন্য।’
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম
All rights reserved ©2025 freedomjanata24.news