‘নিজেকে আরও তৈরি করতে চাই’


হাল সময়ের জনপ্রিয় টিভি অভিনেত্রী কেয়া পায়েল। চলতি সময়ের প্রায় সব অভিনেতার সঙ্গেই জুটি বেঁধে কাজ করেছেন তিনি। বর্তমানে নাটক, টিভিসি, মিউজিক ভিডিও নিয়ে চলছে তার ব্যস্ততা। গত ঈদেও তার অভিনীত বেশ কিছু নাটক মুক্তি পেয়ে প্রশংসিত হয়েছে। আরও প্রায় হাফ ডজন নতুন নাটক মুক্তির প্রতীক্ষায় রয়েছে কেয়া পায়েলের। এদিকে, সংগীত তারকা ইমরান মাহমুদুলের নতুন গানে মডেল হয়েছেন পায়েল। তার শুটিং সম্প্রতি কক্সবাজারে করেছেন তিনি। বেশ বড় আয়োজনের এ গানের মাধ্যমে চার বছর পর মিউজিক ভিডিওতে ফিরলেন পায়েল। এদিকে, বর্তমানে তিনি রয়েছেন কানাডা সফরে। সেখানে একটি শোতে অংশ নিয়েছেন। পেয়েছেন সেরা টিভি অভিনেত্রী হিসেবে একটি পুরস্কারও। তবে, দ্রুতই দেশে ফিরে নাটকের শুটিংয়ে যোগ দেবেন বলে জানালেন পায়েল। এদিকে, দ্রুতই মুশফিক আর ফারহানের সঙ্গে একটি নাটক প্রকাশ হতে যাচ্ছে তার। ‘অনেকদিন পরে’ শীর্ষক এ নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। আর এটি প্রকাশ পাবে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে। এদিকে, অনেকটা সময় ধরেই পায়েলের বড় পর্দায় আসা নিয়ে তার ভক্তদের মধ্যে কৌতূহল কাজ করছে। এ বিষয়ে এ তারকা বলেন, বড় পর্দায় কাজ অনেক বড় ব্যাপার। আমি এখনো প্রতিনিয়ত শিখছি। নিজেকে তৈরি করছি। আরও তৈরি করতে চাই। ছোট পর্দায় আরও কাজ করতে চাই। তারপর সিদ্ধান্ত নেবো বড় পর্দায় কাজের।