অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির পর্দা উঠেছে চীনের ডাজহু শহরে। সেখানে অংশগ্রহণ করেছে বাংলাদেশের পুরুষ ও নারী উভয় দলই। আজ সকালে পুল-এ’র ম্যাচে হংকংকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে লাল সবুজের ছেলেরা।
ম্যাচের ২০তম মিনিটে ফিল্ড গোলে বাংলাদেশকে এগিয়ে নেন দ্বীন ইসলাম। ছয় মিনিটের ব্যবধানে পেনাল্টি কর্না থেকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৪৩ মিনিটে আরও একবার পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করেন অমিত হাসান। ম্যাচের বাকি সময়ে দু’দলের আর কেউ গোল না পেলে ম্যাচ শেষ হয় ৩-০ স্কোরলাইনেই। জোড়া গোল করে ম্যাচসেরা দ্বীন ইসলাম।
পুল-এ তে বাংলাদেশ ও হংকংয়ের সঙ্গে রয়েছে চীন, শ্রীলঙ্কা ও পাকিস্তান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম
All rights reserved ©2025 freedomjanata24.news