থামল মেসির রেকর্ড গোলের পথচলা, ৫ ম্যাচ পর মায়ামির হার

আগের টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে (এমএলএস) ইতিহাস গড়েন লিওনেল মেসি। আজ সকালের ম্যাচে আর্জেন্টাইন মহাতারকার সেই দুর্দান্ত পথচলা থেমেছে। মেসির নিষ্প্রভ দিনে সিনসিনাটির বিরুদ্ধে তার দল ইন্টার মায়ামিও হেরেছে ৩-০ গোলে। এতে করে ৪ জয় ও এক ড্রয়ের পর হার দেখলো হাভিয়ের মাশচেরানোর শিষ্যরা।
সিনসিনাটির ঘরের মাঠ টিকিউএল স্টেডিয়ামে ১১টি শটের মধ্যে ৬টি লক্ষ্যে রাখে স্বাগতিকরা। ম্যাচজুড়ে ৫৬ শতাংশ বল নিজেদের পায়ে রাখা মায়ামি ১০টির মধ্যে লক্ষ্যে রাখে স্রেফ ২টি শট। ম্যাচের ষোড়শ মিনিটে জেরার্দো ভ্যালেনজুয়েলার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিনসিনাটি। এর আগে গোলপোস্টের একদম মুখ থেকে মায়ামি অধিনায়ক মেসির একটি শট আটকে দেন প্রতিপক্ষ এক ডিফেন্ডার। মাঠে ফিরে পাঁচ মিনিটের মধ্যে লক্ষ্যভেদ করেন ইভান্দার। এই নিয়ে লীগে টানা পাঁচ ম্যাচে গোলের দেখা পেলেন তিনি। তিন মায়ামি খেলোয়াড়ের সামনে দিয়ে চমৎকারভাবে বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। ৭০তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের শেষ গোলটি করেন ইভান্দার। এক সতীর্থের শট মায়ামি গোলকিপার অস্কার উস্তারি ফিরিয়ে দিলে ফাঁকায় বল পেয়ে যান তিনি। সহজ ট্যাপ ইনে গোল করেন এই ২৭ বছর বয়সী মিডফিল্ডার। এ নিয়ে এমএলএসে তার গোল এখন ১৫টি। এক গোল বেশি নিয়ে দুইয়ে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি। আর ১৭ গোল নিয়ে সবার উপরে ন্যাশভিলের স্যাম সারিজ। 
ইস্টার্ন কনফারেন্স লীগে ২০ ম্যাচে ১১ জয়, ৫ ড্র ও ৪ হারে ৩৮ পয়েন্টে ইন্টার মায়ামির অবস্থান পঞ্চম। ৪৬ পয়েন্টে শীর্ষে ফিলাডেলফিয়া। যদিও মেসিদের আগের চারটি দলই ম্যাচ খেলেছে ৩টি বেশি। সেক্ষেত্রে এই তিন ম্যাচ জিতে শীর্ষস্থান দখলের সুযোগ রয়েছে মায়ামির। আগামী শনিবার মাশচেরানোর ছেলেদের পরবর্তী ম্যাচ নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *