গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ের মধ্যে কারো মৃত্যু হয়নি।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১০৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৭, বরিশাল বিভাগে ১২০, চট্টগ্রাম বিভাগে ৭৩, রাজশাহী বিভাগে ৩১, খুলনা বিভাগে ২৬, ময়মনসিংহ বিভাগে ৭ ও রংপুর বিভাগে ৫ জন রোগী ভর্তি হয়েছেন।
উল্লেখ্য, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১১৮ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৬৭ জন পুরুষ ও ৫১ জন নারী। আর এ বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ২৯ হাজার ৯৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম
All rights reserved ©2025 freedomjanata24.news