ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল

ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে অনুষ্ঠিত ৯ম কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সকাল ১১টা থেকে শুরু হয়ে সভাটি চলে টানা সন্ধ্যা ৭টা পর্যন্ত।

সানাউল্লাহ বলেন, ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণা হবে। সেই অনুযায়ী রোজার আগেই ভোটগ্রহণ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। সভায় আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন, প্রবাসী ভোটারদের ভোটগ্রহণ পদ্ধতি, এবং প্রযুক্তির ব্যবহার ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।
তিনি বলেন, এর মধ্যে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ রাজনৈতিক দল ও নাগরিক সমাজের মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ (সংশোধন অধ্যাদেশ ২০২৫) অনেক দূর এগিয়েছে, আগামী সপ্তাহে তা চূড়ান্ত হতে পারে।

নির্বাচনে ড্রোন ব্যবহারের বিষয়ে প্রশ্নে ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনে কেউই, এমনকি গণমাধ্যমও ড্রোন ব্যবহার করতে পারবে না। কমিশনের পক্ষ থেকেও এর প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে না। তবে সিসিটিভি ক্যামেরা ব্যবহারের বিষয়ে তিনি বলেন, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে কমিশন এটি ব্যবহারে আগ্রহী। তিনি আরও বলেন, আচরণ বিধিমালায় এআইয়ের অপব্যবহার আমরা কঠোরভাবে নিষিদ্ধ করেছি। ডিসইনফরমেশন ছড়াতে এআইয়ের ব্যবহার বেশি করা হয়।

প্রবাসী বাংলাদেশিদের ভোটগ্রহণ বিষয়ে সানাউল্লাহ বলেন, এবার প্রবাসীদের ভোট নেয়া হবে পোস্টাল ব্যালটের মাধ্যমে। ভোটের অন্তত তিন সপ্তাহ আগে সংশ্লিষ্ট প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পাঠানো হবে। বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে, আর এতে কমিশন ও পোস্ট অফিস যৌথভাবে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *