মেহেদী হাসান হৃদয়,,
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যে চরফ্যাশন উপজেলায় পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব জয়ন্ত কুমার অপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিখি। অনুষ্ঠানে সফল মৎস্য চাষি ও উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কৃতদের মধ্যে ছিলেন—
উদ্যোক্তা মিজানুর রহমান শশীভুষন
দেশিজাতের শাছ চাষে মো: সফিকুল ইসলাম খোকন, আমিনাবাদ
মৎস্যজীবী সংগঠন পাঁচ কপাট মৎস্যজীবী গ্রাম সমিতি, হাজারিগঞ্জ, চরফ্যাশন
মৎস্যজীবী প্রতিষ্ঠান সামরাজ মৎস্য আড়ৎ মালিক সমিতি লিমিটেড
তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক নেতা মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, চরফ্যাশন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, উপজেলা বিএনপির নেতা মীর আজাদ, সামরাজ মৎস্য আড়ৎ মালিক সমিতি লিমিটেডের সভাপতি আজ্জি পাটোয়ারি, স্থানীয় সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন মাছঘাট থেকে আগত জেলেরা।
প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিখি বলেন,
“কিছু জেলে অবৈধ জাল ও বিষ দিয়ে মাছ শিকার করার কারণে বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। মাছের প্রজনন ও সংরক্ষণে সকলকে দায়িত্বশীল হতে হবে। তা না হলে এ মৎস্য সম্পদ ধ্বংস হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম অনেক প্রজাতির মাছ থেকে বঞ্চিত হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম
All rights reserved ©2025 freedomjanata24.news