গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস। চার জনের মৃতদেহ সদর হাসপাতালে এসেছে বলে জানিয়েছেন তিনি। নিহতরা হলেন- শহরের উদয়ন রোডের সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (৩০), কোটালিপাড়ার হরিণাহাটি গ্রামের কামরুল কাজীর ছেলে রমজান কাজী (১৯), শহরের শানাপাড়ার সোহেল রানা (৩৫) এবং সদর উপজেলার ভেড়ার বাজার এলাকার ইমন। নিহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সংঘর্ষের ঘটনায় আহত অনেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের সংখ্যা জানাতে পারেননি হাসপাতালের তত্ত্বাবধায়ক। গোপালগঞ্জে এনসিপির সমাবেশ দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর রাত থেকে কারফিউ জারি করেছে সরকার। হামলা সংঘর্ষের পর এনসিপি নেতারা সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় গোপালগঞ্জ ত্যাগ করে খুলনা পৌঁছেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম
All rights reserved ©2025 freedomjanata24.news