হাফিজুর রহমান(যশোর) প্রতিনিধি
"অভায়াশ্রয় গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি" প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে জাতীয় মৎস সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। এ সময় মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় চারজন সফল মৎস্য চাষীকে ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক।
উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক আলাউদ্দিন আলা, বিএনপি মৎস্য বিষয়ক সম্পাদক মৎস্যচাষী কামরুজ্জামান লিটন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, ও মৎস্য চাষী ইস্রাফিল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস। এর আগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেশবপুর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এরপর এ উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মিলনায়তনে এসে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম
All rights reserved ©2025 freedomjanata24.news