কুষ্টিয়া কুমারখালী তে কিশোর ভ্যান চালককে গলা কেটে হত্যা করে ভ্যান ছিনতাই।

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

কুষ্টিয়া কুমারখালী উপজেলায় এক কিশোর ভ্যান চালককে গলা কেটে হত্যা করে ভ্যানটি ছিনতাই করা হয়েছে,এ ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চরসাদিপুরে পদ্মানদীর তীরসংলগ্ন একটি বাগান থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধারের খবর জানান কুমারখালী থানার ওসি আমিরুল ইসলাম।

মৃত হৃদয় আলী (১৫) উপজেলার এলঙ্গী পাড়ার বাসিন্দা ইউনুস আলীর ছেলে। তার মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা বলেন,রোববার বিকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি হৃদয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির করেও কোনো সন্ধান মেলেনি। সোমবার সকালে স্থানীয়রা পদ্মার চরে গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

নৃসংশ এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নিহতের বাবা ইউনুস আলী বলেন, বাগান থেকে কলা বহনের কথা বলে পদ্মার চরে নিয়ে গিয়ে হত্যা করেছে হৃদয়কে।
ছিনতাইয়ের জন্যেই তাকে হত্যা করা হয়েছে।
ওসি আমিরুল ইসলাম বলেন,কিশোর হৃদয় আলী অভাবগ্রস্ত সংসারের আহার যোগাতে এই অল্প বয়সে ভ্যান চালাতো।
দুর্বৃত্তরা মূলত ওর ভ্যানটি ছিনতাই করতেই এই হত্যাকাণ্ড ঘটিছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রাথমিকভাবে আটক কৃতরা ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্য মতে নিহতের ভ্যানটিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *