আগামী নির্বাচন সুষ্ঠু ও সংস্কারের মাধ্যমে চান উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা যেনতেন নির্বাচন চাই না। দেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে অপকর্ম আর লুটপাট লক্ষ্য করছি। সংশ্লিষ্ট দলগুলোকে বলবো-সাবধান হোন, নিজেদেরকে সামলান। নইলে জনগণই আপনাদেরকে সামলিয়ে দেবে ইনশাল্লাহ।’
শনিবার সকাল সোয়া ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় ফেনী যাওয়ার পথে জামায়াতে ইসলামীর পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর আমীর বলেন, ‘নতুন পুরাতন বুঝি না, আগামীতে যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে যে যুবকরা রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের কাছে বাংলাদেশ আমানত রেখে গেছে। আমরা সেই রক্তের সাথে কাউকে বেইমানি করতে দিবো না ইনশাল্লাহ।’
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম
All rights reserved ©2025 freedomjanata24.news