ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়ান বোলারদের তোপের মুখে ফের পড়তে হলো ওয়েস্ট ইন্ডিজকে। বার্বাডোজের পর গ্রেনাডাতেও ক্যারিবিয়ান ব্যাটাররা অজি বোলারদের সামনেই দাঁড়াতে পারলো না। 
রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচে মিচেল স্টার্ক ও নাথান লায়নের বোলিং নৈপুণ্যে দেড়শর আগেই উইন্ডিজকে গুটিয়ে দেয় টিম অস্ট্রেলিয়া। আর এতেই চতুর্থ দিন দ্বিতীয় সেশনে ১৩৩ রানে জয় নিশ্চিত করে অজিরা। পাশাপাশি এক ম্যাচ হাতে রেখে ২-০ তে সিরিজও জিতে নিলো তারা। 
চতুর্থদিনের শুরুতে ৭ উইকেটে ২২১ রানে দিন শুরু করা অস্ট্রেলিয়া তাদের রানের খাতায় আর ২২ রান যোগ করতে পারে। দিনের দ্বিতীয় বলে প্যাট কামিন্সকে ফেরান শামার জোসেফ। উইন্ডিজ এ ডানহাতি পেসার এদিন ৩০ রানে থামান আগের দিনের অপরাজিত ব্যাটার অ্যালেক্স ক্যারিকেও। জশ হ্যাজেলউডকে বোল্ড করেন আলজারি জোসেফ। ২৪৩ রানে শেষ হয় তাদের দ্বিতীয় ইনিংস।  ক্যারিবিয়ান শামার সর্বোচ্চ চার উইকেট নেন। দুটি করে পান জেইডেন সিলস, আলজারি ও জাস্টিন গ্রিভস।  
শুরুতে অস্ট্রেলিয়ার ২৮৬ রানের জবাবে প্রথম ইনিংসে ২৫৩ রান করা ওয়েস্ট ইন্ডিজের জন্য লক্ষ্য তেমন কঠিন ছিল না। পাঁচ সেশনেরও বেশি হাতে নিয়ে ২৭৭ রানের টার্গেট পায় তারা। কিন্তু ৩৩ রানে চার উইকেট হারিয়ে লাঞ্চে গেলে আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা।  পঞ্চম উইকেটে শাই হোপ ও রোস্টন চেজের ৩৮ রানের জুটি ছিল সর্বোচ্চ। এই জুটি ভাঙার পর ৩২ রানের ব্যবধানে আরও চার উইকেট পড়ে ক্যারিবিয়ানদের। ১০৩ রানে ৮ উইকেট পতনের পর হার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করতে পারেন চেজ। ৩৪.৩ ওভারে ১৪৩ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।  স্টার্ক ও লায়ন সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন। দুটি পান জশ হ্যাজেলউড।  
সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ১৩ই জুলাই।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *