উখিয়া থানা পুলিশের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা সহ একজন রোহিঙ্গা মাদক ব্যবসায়ী গ্রেফতার।

কক্সবাজারের টেকনাফ মায়ানমার হতে পণ্যের বিনিময়ে মাদক পাচারকালে সিমেন্ট ও ঔষধসহ অন্যান্য দ্রব্য সামগ্রী জব্দ করেছে কোস্ট গার্ড।

শনিবার ৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বক্তব্যে জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ১টি অসাধু চক্র বাংলাদেশী পণ্যের বিনিময়ে ইয়াবা-মদ সহ অন্যান্য মাদকদ্রব্য মায়ানমার হতে বাংলাদেশে পাচার করবে।

গত ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বৃহস্পতিবার রাত ১১ টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক সদর থানাধীন নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৪ লক্ষ ৩৬ হাজার টাকা মূল্যের ১৯৭ বস্তা সিমেন্ট, ১৯৭ কেজি লোহার পেরেক, ১,১১৬ পিস জর্দ্দা ও ১৩০ কার্টুন ঔষধসহ পাচারকাজে ব্যবহৃত ১ টি ফিশিং বোট জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *