আল্টিমেটামে মেলেনি সাড়া, বাকৃবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

হল ত্যাগের নির্দেশনাসহ ৬ দফার আল্টিমেটামের সাড়া না মেলায় রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি পশুপালন অনুষদের শিক্ষার্থী এএইচ এম হিমেল দুইটার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হল ত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যানসহ ৬ দফার আল্টিমেটাম দেন।

এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া না আসায় ৪টার দিকে শিক্ষার্থীরা জব্বারের মোড় রেলপথ অবরোধ করে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শিক্ষার্থীরা জানান, উপাচার্য অধ্যাপক ড. একেএম ফজলুল হক ভূঁইয়াকে দুপুর দুইটার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়াসহ ৬ দফার আল্টিমেটাম দেওয়া হয়েছিল।

তারা আরও জানান, দুপুর ২টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহার, হলগুলোতে সকল সুবিধা নিশ্চিত করতে হবে, প্রক্টরিয়াল বডিকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ, হামলার ঘটনায় উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা, হামলার সঙ্গে জড়িত শিক্ষক কৃষি অনুষদের আসাদুজ্জামান সরকার, তোফাজ্জল, শরীফ, রাফি, বজলুর রহমান মোল্লা, মনির, আশিকুর রহমান, কামরুজ্জামানসহ বহিরাগত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি, কম্বাইন্ড ডিগ্রি অনতিবিলম্বে প্রদান করতে হবে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া না আসায় রেলপথ অবরোধ করতে বাধ্য হয়েছে।

পশুপালন অনুষদের শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন, যৌক্তিক দাবিতে আমরা আন্দোলন করছি। বহিরাগতদের দিয়ে আমাদের ওপর হামলা করা হয়েছে। হামলার বিচার, হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহার, কম্বাইন্ড ডিগ্রি চালু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। প্রশাসন এসে দাবি মেনে নিলেই আমরা অবরোধ তুলে নেব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল আলীম বলেন, প্রশাসনের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের লক্ষ্যে চেষ্টা করা হচ্ছে।

ময়মনসিংহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ ইন্সপেক্টর সিরাজুল ইসলাম সমকালকে জানিয়েছেন, অবরোধের কারণে দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন ময়মনসিংহ স্টেশনে দাঁড়িয়ে আছে। তাছাড়া, ঢাকা থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন ফাতেমানগর স্টেশনে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *