আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা মাইলস্টোন কলেজে গিয়ে তোপের মুখে


রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গিয়ে তোপের মুখে পড়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার পর মঙ্গলবার সকালে সেখানে পরিদর্শনে গিয়ে তোপের মুখে পড়েন তিনি। এ সময় ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায়। আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টাকে অনেকটা অবরুদ্ধ করে রাখা হয়। পরিস্থিতির চাপে পড়ে তারা শেষমেষ দ্রুত স্কুলে আশ্রয় নিয়েছেন। দুই উপদেষ্টা স্কুলের ভেতরেই অবস্থান করছেন। উপদেষ্টাদের ঘটনাস্থলে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা তা পারেননি।
এর আগে গতকাল সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান এফটি-৭ বিজিআই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলটসহ এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের কয়েকজন ছাড়া সবাই স্কুলের ক্ষুদে শিক্ষার্থী।